Song: ভালবাসার মূল্য কত
Movie: এপার ওপার (1973)
ভালবাসার মূল্য কত
আমি কিছু জানি না
এ জীবন তুল্য কি তার আমি সেতো বুঝি না
ভালবাসার মূল্য কত
আমি না জেনে না বুঝে নিলাম তোমার মন
পরে বেশী দাম চেওনা
ভালবাসার মূল্য কত
মনের মত মন না হলে
অকারণে বাড়ে জ্বালা
ফুলের মত ফুল না হলে
যায় না গাঁথা প্রেমের মালা
মনের মত... মন হবে কি
ফুলের মত...... ফুল হবে কি
আমি না বুঝে না খুলে নিলাম তোমার মন
পরে বেশী দাম চেওনা
ভালবাসার মূল্য কত......
এপার ওপার দু পারেতে
জ্বেলে যাব প্রেমের বাতি
জীবনে মরণে ওগো
তুমি আমি চিরসাথী
কি হবে...... কি হবে না
কি পাব...... কি পাব না
আমি না জেনে না শুনে
দিলাম আমার মন
আর বেশী দাম চেওনা...