Saturday, July 8, 2017

ভালবাসার মূল্য কত - এপার ওপার

Song: ভালবাসার মূল্য কত
Movie: এপার ওপার (1973)



ভালবাসার মূল্য কত
আমি কিছু জানি না
এ জীবন তুল্য কি তার আমি সেতো বুঝি না
ভালবাসার মূল্য কত 
আমি না জেনে না বুঝে নিলাম তোমার মন 
পরে বেশী দাম চেওনা 
ভালবাসার মূল্য কত

মনের মত মন না হলে 
অকারণে বাড়ে জ্বালা
ফুলের মত ফুল না হলে
যায় না গাঁথা প্রেমের মালা
মনের মত... মন হবে কি
ফুলের মত...... ফুল হবে কি
আমি না বুঝে না খুলে নিলাম তোমার মন 
পরে বেশী দাম চেওনা
ভালবাসার মূল্য কত......

এপার ওপার দু পারেতে
জ্বেলে যাব প্রেমের বাতি
জীবনে মরণে ওগো
তুমি আমি চিরসাথী
কি হবে...... কি হবে না
কি পাব...... কি পাব না
আমি না জেনে না শুনে
দিলাম আমার মন
আর বেশী দাম চেওনা...

Saturday, April 29, 2017

বৃদ্ধাশ্রম by নচিকেতা


গান- বৃদ্ধাশ্রম
শিল্পী- নচিকেতা


ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার,
মস্ত ফ্লাটে যায়না দেখা, এপারওপার।
নানানরকম জিনিস। আর আসবাব দামি দামি,
সবচেয়ে কমদামি ছিলাম, একমাত্র আমি।
ছেলের আমার, আমার প্রতি, অগাধ সম্ভ্রম,
আমার এ ঠিকানা তাই, বৃদ্ধাশ্রম......

আমার ব্যাবহারের সেই আলমারি আর আয়না,
ওসব নাকি বেশ পুরনো, ফ্ল্যাটে রাখা যায়না।
ওর বাবার ছবি, ঘড়ি, ছড়ি, বিদেয় হলো তাড়াতাড়ি,
ছেড়ে দিলো, কাকে খেলো, পোষা বুড়ো, ময়না।
স্বামী-স্ত্রী আর আলসেশিয়ান, জায়গা বড়ই কম,
আমার এ ঠিকানা তাই, বৃদ্ধাশ্রম......

নিজে হাতে ভাত খেতে পারতো না'কো খোকা,
বলতাম, আমি না থাকলেরে কি করবি? বোকা।
ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে,
খোকা বোধহয় আর কাঁদেনা, নেই বুঝি আর মনে।
ছোটবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁদে,
দু'হাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেধে।
দুহাত আজও খোঁজে, ভুলে যায় যে একদম,
আমার এ ঠিকানা এখন, বৃদ্ধাশ্রম......

খোকারও হয়েছে ছেলে দু'বছর হল,
আর তো মাত্র বছর পঁচিশ, ঠাকুর মুখ তোল।
একশো বছর বাঁচতে চাই, এখন আমার সাধ,
পঁচিশ বছর পরে খোকার, হবে ঊনষাট।
আশ্রমের এই ঘরটা ছোট, জায়গা অনেক বেশী,
খোকা আমি দুজনেতে থাকব পাশাপাশি।
সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম,
মুখোমুখি আমি খোকার, বৃদ্ধাশ্রম...
মুখোমুখি আমি খোকার, বৃদ্ধাশ্রম...
মুখোমুখি আমি খোকার, বৃদ্ধাশ্রম...

Saturday, April 22, 2017

আল্লাহ আমার রব এই রবই আমার সব (Bengali Hamd)

আল্লাহ আমার রব
এই রবই আমার সব
(Bengali Hamd)

আল্লাহ আমার রব, এই রবই আমার সব
দমে দমে তনু মনে তারই অনুভব ||
দমে দমে তনু মনে তারই অনুভব ||
আল্লাহ আমার রব, এই রবই আমার সব |
আল্লাহ আমার রব, এই রবই আমার সব |

তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই..
তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই..
পাক-পাখালির গানে শুনি তাসবি কলরব || তাসবি কলরব ||
আল্লাহ আমার রব, এই রবই আমার সব..
দমে দমে তনু মনে তারই অনুভব..
দমে দমে তনু মনে তারই অনুভব..

আকাশের সুনীলে, ধরনীর সবুজে,
অবুঝ এই হৃদয়ে, আছো গো লুকিয়ে..
আকাশের সুনীলে, ধরনীর সবুজে,
অবুঝ এই হৃদয়ে, আছো গো লুকিয়ে..
তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই ||
তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই?
তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই ||
তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই?
যার হয়েছো তুমি,
তার নেই যে পরাভব, নেই যে পরাভব ||
আল্লাহ আমার রব, এই রবই আমার সব..
আল্লাহ আমার রব, এই রবই আমার সব..
দমে দমে তনু মনে তারই অনুভব..
দমে দমে তনু মনে তারই অনুভব..
আল্লাহ আমার রব, এই রবই আমার সব..
আল্লাহ আমার রব, এই রবই আমার সব..
দমে দমে তনু মনে তারই অনুভব..
দমে দমে তনু মনে তারই অনুভব..
দমে দমে তনু মনে তারই অনুভব..

[END]

In Dino - Soham

Song: In Dino
Lyrics: Sayeed Quadri
Singer: Soham


In Dino, Dil Mera, Mujh se Hai Keh Raha,
Tu Khaab Saja, Tu Jee Le Zara..
Hai Tujhe Bhi Izazat, Kar Le Tu Bhi Mohabbat….
Hai Tujhe Bhi Izazat, Kar Le Tu Bhi Mohabbat….

Berang Si Hai Badi Zindagi Kuchh Rang To Bharoon..
Main Apni Tanahaayi Ke Waaste Abbb Kuchh Toh Karoon...
Berang Si Hai Badi Zindagi Kuchh Rang To Bharoon..

Main Apni Tanahaayi Ke Waaste Abbb Kuchh Toh Karoon...

"Jab Mile Thodi Fursat, Mujh Se Kar Le Mohabbat.."
Hai Tujhe Bhi Izazat, Kar Le Tu Bhi Mohabbat..

Usko Chhupa kar Main Sab se Kabhi, Le Chaloon Kahin Door...
Aankhon Ke Pyaalon Se Peeta Rahoon Uske Chehre Ka Noor....
Iss Jamaane Se Chhup kar, Poori Kar Loon Main Hasrat..
Hai Tujhe Bhi Izazat, Karle Tu Bhi Mohabbat…

In Dino, Dil Mera, Mujh Se Hai Keh Raha,
Tu Khwaab Saja, Tu Ji Le Zara..
Hai Tujhe Bhi Izazat, Kar Le Tu Bhi Mohabbat…
Hai Tujhe Bhi Izazat, Kar Le Tu Bhi Mohabbat…



[End]

Saturday, November 7, 2015

সেই মেয়েটি আমাকে ভালবাসে কিনা আমি জানিনা - অবুঝ ভালবাসা


সেই মেয়েটি আমাকে ভালবাসে কিনা আমি জানিনা..
যার মেঘ কালো চুল ও ও... হরিণীর চোখ ও ও...
কন্ঠটি গানের বীনা হো...হো....হো....
সেই মেয়েটি আমাকে ভালবাসে কিনা আমি জানি না...

তার হাসি যেন শিশিরের কণা..
তার দৃষ্টি যেন মায়াবী ছলনা..
তাকে না দেখে ও মনে হয় সে আমার অনেক দিনের চেনা... হো...হো...হো...

তার চরণ যেন নুপুরের দোলা...
তার হৃদয় যেন বাতায়ন খোলা...
তাকে না পেয়েও মনে হয়, সে আমার ভালবাসা দিয়ে কেনা...হো..হো..হো..

সেই মেয়েটি আমাকে ভালবাসে কিনা আমি জানিনা...
যার মেঘ কালো চুল, ও ও... হরিণীর চোখ ও ও... কন্ঠটি গানের বীনা হো...হো....হো...
সেই মেয়েটি আমাকে ভালবাসে কিনা আমি জানি না ।
হো...হো....হো...

Friday, October 16, 2015

তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর (Bengali Hamd)

তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর
(Bengali Hamd)

তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর,
না জানি, তাহলে তুমি,
কত সুন্দর! কত সুন্দর!
সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন,
ভরে যায় তৃষিত এ অন্তর।
না জানি, তাহলে তুমি, কত সুন্দর!
তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর,
না জানি তাহলে তুমি,
কত সুন্দর! কত সুন্দর!
সেই কথা ভেবে ভেবে,
সেই কথা ভেবে ভেবে,
কেটে যায় লগ্ন,
ভরে যায়, তৃষিত এ অন্তর। 
না জানি তাহলে তুমি, কত সুন্দর!

যে পাখি পালিয়ে গেল সুদূরে
যে নদী হারিয়ে গেল তেপান্তরে
যে পাখি পালিয়ে গেল সুদূরে
যে নদী হারিয়ে গেল তেপান্তরে
সেই পাখি, সেই নদী,
যদি এত সুন্দর !
না জানি, তাহলে তুমি,
কত সুন্দর! কত সুন্দর!

যে তারা ছড়ায় হাসি, আকাশে
যে ফুল সুরভি ঢালে, বাতাসে
যে তারা ছড়ায় হাসি, আকাশে
যে ফুল সুরভি ঢালে, বাতাসে
যে তারা ছড়ায় হাসি, আকাশে
যে ফুল সুরভি ঢালে, বাতাসে
সেই তারা, সেই ফুল,
যদি এত সুন্দর !
না জানি, তাহলে তুমি,
কত সুন্দর! কত সুন্দর!
সেই কথা ভেবে ভেবে,
সেই কথা ভেবে ভেবে,
কেটে যায় লগ্ন। 
ভরে যায়, তৃষিত এ অন্তর !
না জানি তাহলে তুমি,
কত সুন্দর!

যে মানুষ মানুষের বেদনায়,
কেঁদেছিল আজীবন মদিনায় !
যে মানুষ মানুষের বেদনায়,
কেঁদেছিল আজীবন মদিনায় !
সে মানুষ, সে মানুষ,
যদি এত সুন্দর !
না জানি তাহলে তুমি,
কত সুন্দর! কত সুন্দর!
সেই কথা ভেবে ভেবে,
সেই কথা ভেবে ভেবে,
কেটে যায় লগ্ন। 
ভরে যায়, তৃষিত এ অন্তর !
না জানি, তাহলে তুমি,
কত সুন্দর!

তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর !
না জানি, তাহলে তুমি,
কত সুন্দর! কত সুন্দর!

Wednesday, April 30, 2014

Boshe achi potho cheye - Hemonto Mukherjee

Song: Boshe achi potho cheye
Lyrics: Bimol Ghosh
Singer: Hemonto Mukherjee



Boshe achi potho cheye 
Fagunero gaan geye 
Joto bhabi bhule jabo 
Mono manena ||
Boshe achi potho cheye 
Fagunero gaan geye 
Joto bhabi bhule jabo 
Mono manena ||

Bedonar shotodole sritiro shurobhi jole
Nishithero mon bina shur janena
Joto bhabi bhule jabo 
Mono manena ||

Aaj tumi nei sathe
Bhule thaka cholonate 
Mone mone bhabi shudhu tomari kotha 
Pawa na pawar majhe 
Ochenaro shur baaje
Shurobhito biroher mormo betha |
Aaj tumi nei sathe
Bhule thaka cholonate 
Mone mone bhabi shudhu tomari kotha 
Pawa na pawar majhe 
Ochenaro shur baaje
Shurobhito biroher mormo betha |

Tumi ogo tumi more
Bedhecho je maya dor e
She badhone dunoyone
Ghum ashena
Joto bhabi bhule jabo 
Mono manena ||

Boshe achi potho cheye 
Fagunero gaan geye 
Joto bhabi bhule jabo 
Mono manena ||



[End]