Saturday, April 22, 2017

আল্লাহ আমার রব এই রবই আমার সব (Bengali Hamd)

আল্লাহ আমার রব
এই রবই আমার সব
(Bengali Hamd)

আল্লাহ আমার রব, এই রবই আমার সব
দমে দমে তনু মনে তারই অনুভব ||
দমে দমে তনু মনে তারই অনুভব ||
আল্লাহ আমার রব, এই রবই আমার সব |
আল্লাহ আমার রব, এই রবই আমার সব |

তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই..
তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই..
পাক-পাখালির গানে শুনি তাসবি কলরব || তাসবি কলরব ||
আল্লাহ আমার রব, এই রবই আমার সব..
দমে দমে তনু মনে তারই অনুভব..
দমে দমে তনু মনে তারই অনুভব..

আকাশের সুনীলে, ধরনীর সবুজে,
অবুঝ এই হৃদয়ে, আছো গো লুকিয়ে..
আকাশের সুনীলে, ধরনীর সবুজে,
অবুঝ এই হৃদয়ে, আছো গো লুকিয়ে..
তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই ||
তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই?
তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই ||
তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই?
যার হয়েছো তুমি,
তার নেই যে পরাভব, নেই যে পরাভব ||
আল্লাহ আমার রব, এই রবই আমার সব..
আল্লাহ আমার রব, এই রবই আমার সব..
দমে দমে তনু মনে তারই অনুভব..
দমে দমে তনু মনে তারই অনুভব..
আল্লাহ আমার রব, এই রবই আমার সব..
আল্লাহ আমার রব, এই রবই আমার সব..
দমে দমে তনু মনে তারই অনুভব..
দমে দমে তনু মনে তারই অনুভব..
দমে দমে তনু মনে তারই অনুভব..

[END]

2 comments: